চৈত্রের গরম থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী, বৃষ্টির পাশাপাশি বইবে দমকা হাওয়া

411 0

চৈত্রের ভ্যাপসা গরম থেকে মুক্তি দিয়েছে বৃষ্টি। রেহাই পেয়েছে বঙ্গবাসী। গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত শুরু হলেও শনিবারও সারা রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিনবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কোনও কোনও জেলায় সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। ২১ এপ্রিলও দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে ২৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৬২ শতাংশ।

Related Post

বেজায় অস্বস্তিতে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

Posted by - June 19, 2023 0
দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। সেই গ্রামে পঞ্চায়েতের মোট ১৩টি আসন রয়েছে। এর মধ্যে কুলিয়ানা সংসদে দু’টি বুথ…

প্রাথমিকে চাকরির নামে লাখ টাকার প্রতারণা ! গ্রেফতার বাংলার শিক্ষক

Posted by - January 10, 2023 0
প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়ি চিন্তামোহন হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক…

উড়ালপুল তৈরীর জন্য ব্যাহত ট্রেন পরিষেবা

Posted by - December 20, 2024 0
হাওড়া স্টেশনের অদূরে দুই লেনের বেনারস রোড উড়ালপুল তৈরি হচ্ছে। আর সেকারণেই আগামী ৪২ দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ…

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে রক্তমাখা চাদর এবং শ্মশানের অবশিষ্ট পোড়া জামাকাপড় ডিএনএ রিপোর্টের জন্য দিল্লির ফরেনসিক দফতরে পাঠানো হল

Posted by - April 18, 2022 0
হাঁসখালি: তৃণমূল নেতার ছেলে প্রধান অভিযুক্তের বাড়ির পিছন থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে রক্তের পাশাপাশি…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *