ফের সোমবার থেকে বাড়ছে গরমের অস্বস্তি, দক্ষিনবঙ্গে কবে ঢুকবে বর্ষা!

39 0

দক্ষিনবঙ্গে ভ্যাপসা গরম। জানা যাচ্ছে, সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। আরও তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকলেও দক্ষিনবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে ভাবতে শুরু করেছে দক্ষিনবঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক, সঙ্গে অস্বস্তিও থাকবে একই রকম। শুষ্ক ও গরম হাওয়া অপেক্ষাকৃত বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবারের পর থেকে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার বিকেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

আপাতত কলকাতা শহরের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা। তাপমাত্রাও ক্রমশ বাড়বে। এখনই ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই শহরবাসীর। বুধবার থেকে আবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতের তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি থেকে বেড়ে ৩৫ ডিগ্রি। সোমবার আরও বেড়ে এই পারদ ৩৬ ডিগ্রি অতিক্রম করতে চলেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ।

Related Post

পুলিশদের করা হচ্ছে হামলা, পুরো বিষয়টি নিয়ে কড়া বার্তা দিলেন রাজীব কুমার

Posted by - April 12, 2025 0
ওয়াকফ আন্দোলন নিয়ে মুর্শিদাবাদে অশান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। আর এনিয়েই তোলপাড় রাজনীতি জগতে। অভিযোগ, এখানে বিজেপি এবং সিপিএম ইন্ধন দিচ্ছে।…

২৫ বছর পর ফিরে এল জানুয়ারীর দ্বিতীয় উষ্ণতম রাত, বদলাচ্ছে আবহাওয়া

Posted by - February 1, 2025 0
পারদ উধ্বর্মুখী। গত ২৫ বছরে জানুয়ারীর দ্বিতীয় উষ্ণতম রাত ছিল গতকাল। গতকাল রাতে কলকাতায় তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। পরশু…

সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে ছাই প্রায় ২০টির অধিক দোকান

Posted by - March 9, 2025 0
রবিবার সাতসকালে আগুন লেগে বড়সড় বিপত্তি সন্তোষপুর স্টেশনে। বজবজ-শিয়ালদহ শাখার সন্তোষপুর রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এই বিধ্বংসী অগ্নিকান্ড হয়। বেশ…

নরওয়েতে রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়

Posted by - November 11, 2024 0
নরওয়েজিয়ান দূতাবাস ও ইউনাইটেড নেশনস( ওমেন) থেকে এবার আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। নভেম্বর মাসের…

ক্ষোভ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না, সরব রামকৃষ্ণ মিশন

Posted by - June 30, 2022 0
নিউজ ডেস্ক: সারদাদেবীকে নিয়ে তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ রামকৃষ্ণ মঠ ও মিশনের অগণিত ভক্ত। কিভাবে প্রতিবাদ করবেন…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *