বাংলা জুড়ে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ তার শক্তি বৃদ্ধি করছে। এর প্রভাবে শুক্র ও শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা। নিম্নচাপের জেরে বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং সিকিমের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। সেই সঙ্গে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমবে।
কলকাতা সহ ৮ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমানে আজ বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে।
১ জুন উত্তরবঙ্গের উত্তরের ওপরের ৫টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ২ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।







