মুষুলধারে বৃষ্টিতে ভিজবে দক্ষিনবঙ্গের কিছু জেলা, উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

114 0

 

অস্বস্তিকর গরমে বেহাল দশা দক্ষিনবঙ্গবাসীর। গরম থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গবাসীও। এর মাঝেই বুধবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তর পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। ফলে এখনই বর্ষার বৃষ্টির সম্ভাবনা কম। তবে কিছুটা স্বস্তি দিবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার বিকেল থেকে আবহাওয়া বদলের পর বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বইবে ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে।

ফের বুধবার থেকে উত্তরের পার্বত্য অঞ্চলের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী রবিবার পর্যন্ত তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিন থেকে স্বস্তির বৃষ্টি নামবে কলকাতাতেও। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি করা হয়েছে হ

Related Post

‘দলের সংগঠন এখন নড়বড়ে”, ভোটের আগে নিজের মুখে স্বীকার করলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

Posted by - March 19, 2022 0
বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে পরাজয়ের পর থেকেই বেহাল দশা রাজ্য বিজেপি দলের। পশ্চিমবঙ্গ এ জয়ের স্বপ্ন দেখার পরেও হারের সম্মুখীন…

বাজারে এসে গাছে ইলিশ কম দামে !ভোজন রসিক বাঙ্গালীদের জন্য রইলো সুখবর !

Posted by - June 30, 2023 0
পশ্চিমবঙ্গ  জুড়ে ইলশেগুঁড়ি বৃষ্টির পরেই বাজারে মিলছে ইলিশ। যদিও চলতি মরশমের ইলিশ বাজারে আসতে এখনও সপ্তাহখানেক দেরি রয়েছে। তবে বাজারে…

টোটো রাখা নিয়ে বচসার জেরে উত্তপ্ত রতুয়া, পুলিশি তল্লাশিতে গ্রেফতার ২১

Posted by - May 18, 2025 0
দেবীপুরে একটি মন্দিরের সামনে টোটো রাখা নিয়ে বচসা। সেই বচসা থেকেই হয় গোষ্ঠী সংঘর্ষ। এই সংঘর্ষের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।…

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উপকূল………

Posted by - March 14, 2022 0
জাকার্তা: ফের তীব্র ভূমিকম্প , একবার নয়, বারবার। সোমবার এই ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনসের উপকূল অঞ্চল। যদিও এখনও…

মাধ্যমিকের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে? জরুরি তথ্য দিল মধ্য শিক্ষা পর্ষদ

Posted by - February 8, 2023 0
মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ। মূলত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তা নিয়েই মঙ্গলবার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *