কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিনবঙ্গের কিছু জেলাতে কালবৈশাখীর সর্তকতাও রয়েছে। বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২০ এপ্রিল পর্যন্ত সারা রাজ্যেই হতে পারে বৃষ্টিপাত। ২১ এপ্রিলও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। অন্য দিকে, বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। যার জেরে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সোমবারের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৫২ শতাংশ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৪ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে।







