ফের নক্ষত্রপতন বিনোদন জগতে। প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভাজে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অভিনেতার এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন মাধব ভাজে। তিনি পেশায় ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। তবে শুধুমাত্র অধ্যাপক হিসাবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি বহুবার বহুসম্মানে সম্মানিত হয়েছেন।
অভিনেতার অসমান্য প্রতিভার কারণেই রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন। ভারতীয় এবং পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করার পাশাপাশি তিনি গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বহুকাল।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা মাধব ভাজে। বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ওয়াজে। তাঁর পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত বেশ কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।







