না ফেরার দেশে অভিনেতা মাধব ভাজে, শোকস্তব্ধ বলিউড

43 0

ফের নক্ষত্রপতন বিনোদন জগতে। প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভাজে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অভিনেতার এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন মাধব ভাজে। তিনি পেশায় ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। তবে শুধুমাত্র অধ্যাপক হিসাবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি বহুবার বহুসম্মানে সম্মানিত হয়েছেন।

অভিনেতার অসমান্য প্রতিভার কারণেই রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন। ভারতীয় এবং পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করার পাশাপাশি তিনি গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বহুকাল।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা মাধব ভাজে। বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ওয়াজে। তাঁর পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত বেশ কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

Related Post

মহাদেবের উপসনায় বিরাট-অনুষ্কা, ছবি দেখা মাত্রই মন্তব্য কঙ্গনার

Posted by - March 6, 2023 0
সামনেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। তার আগেই মহাকালেশ্বরের দর্শন সারলেন বলিউডের এই তারকা দম্পতি। বেশ কয়েক মাস ধরেই আধ্যাত্মিক দিক উন্মোচন…

দ্য কাশ্মীর ফাইলস” রাজ্যবাসীকে না দেখার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী? জানুন কী বললেন মমতা

Posted by - March 17, 2022 0
দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে কেন্দ্র তোলপাড় গোটা দেশ। কার্যতই রাজনৈতিক রঙ লেগেছে ছবিটিতে। কাশ্মীরি পন্ডিতদের নিয়ে বানানো এই ছবির উপর…

প্রয়াত জাতীয় পুরষ্কার বিজয়ী রাজা মিত্র

Posted by - December 20, 2024 0
বৃহস্পতিবার রাতে শম্ভুনাথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন জাতীয় পুরষ্কার জয়ী রাজা মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর…

প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড জগত

Posted by - May 24, 2025 0
ফের নক্ষত্র পতন বলিউডে। প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। হিন্দি থেকে শুরু করে পাঞ্জাবি,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *