ফের প্রথম স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক। সম্প্রতিই ১০০০ পর্ব পার করল এই ধারাবাহিকটি। তারপরেও এত ভালো টিআরপি জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রীর পাশাপাশি বেঙ্গল টপার পরশুরাম। জগদ্ধাত্রী ও পরশুরামের প্রাপ্ত নম্বর ৬.৬।
দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এই মেগাটির প্রাপ্ত নম্বর ৬.২। তিন নম্বরে যৌথভাবে রয়েছে ফুলকি ও পরিণীতা। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। রায়ান ও পারুলের অভিনয় জয় করেছে দর্শকদের মন।
চার নম্বরে যৌথভাবে চিরসখা ও গৃহপ্রবেশ। এই প্রথম টিআরপি-র সেরা পাঁচে জায়গা হল স্বতন্ত্র-কমলিনীদের। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৫.২।
৪.৯ নম্বর নিয়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি পঞ্চম স্থানে রয়েছে। অপর্ণা আর আর্যর কেমিস্ট্রি সুপার ডুপার হিট। অসম বয়স নিয়ে ট্রোল করেছিল যারা, তারাই বলা চলে গল্পের টানে মন্ত্রমুগ্ধ। চিরদিনই তুমি যে আমার-এর পাশাপাশি একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে কথা ধারাবাহিক।
এবার যৌথভাবে ছয় নম্বরে কোন গোপনে মন ভেসেছে সহ অনুরাগের ছোঁয়া রোশনাই(15min)-এর। চিরদিনই তুমি যে আমারের কাছে ক্রমাগত স্লট হারিয়ে গীতা এলএলবি সাত নম্বরে। প্রাপ্ত নম্বর ৩.৯। একই হাল মিত্তির বাড়িরও। চিরসখার কাছে স্লট হারিয়ে আদৃত-পারিজাতের মেগা অষ্টম স্থানে। নয় নম্বরে ফের দুটি মেগা, জি বাংলার দুগ্গামণি ও বাঘমামা (45min) আর তুই আমার হিরো।







