ফের ধারাবাহিক জগতে টপার জগদ্ধাত্রী, কোন ধারাবাহিক কোন স্থানে রয়েছে!

22 0

ফের প্রথম স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক। সম্প্রতিই ১০০০ পর্ব পার করল এই ধারাবাহিকটি। তারপরেও এত ভালো টিআরপি জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রীর পাশাপাশি বেঙ্গল টপার পরশুরাম। জগদ্ধাত্রী ও পরশুরামের প্রাপ্ত নম্বর ৬.৬।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। এই মেগাটির প্রাপ্ত নম্বর ৬.২। তিন নম্বরে যৌথভাবে রয়েছে ফুলকি ও পরিণীতা। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। রায়ান ও পারুলের অভিনয় জয় করেছে দর্শকদের মন।

চার নম্বরে যৌথভাবে চিরসখা ও গৃহপ্রবেশ। এই প্রথম টিআরপি-র সেরা পাঁচে জায়গা হল স্বতন্ত্র-কমলিনীদের। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৫.২।

৪.৯ নম্বর নিয়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি পঞ্চম স্থানে রয়েছে। অপর্ণা আর আর্যর কেমিস্ট্রি সুপার ডুপার হিট। অসম বয়স নিয়ে ট্রোল করেছিল যারা, তারাই বলা চলে গল্পের টানে মন্ত্রমুগ্ধ। চিরদিনই তুমি যে আমার-এর পাশাপাশি একই নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে কথা ধারাবাহিক।

এবার যৌথভাবে ছয় নম্বরে কোন গোপনে মন ভেসেছে সহ অনুরাগের ছোঁয়া রোশনাই(15min)-এর। চিরদিনই তুমি যে আমারের কাছে ক্রমাগত স্লট হারিয়ে গীতা এলএলবি সাত নম্বরে। প্রাপ্ত নম্বর ৩.৯। একই হাল মিত্তির বাড়িরও। চিরসখার কাছে স্লট হারিয়ে আদৃত-পারিজাতের মেগা অষ্টম স্থানে। নয় নম্বরে ফের দুটি মেগা, জি বাংলার দুগ্গামণি ও বাঘমামা (45min) আর তুই আমার হিরো।

Related Post

শুধু বাবার পদবি নয় মায়ের নামও সারাজীবন বহন করে চলবে সদ্যজাত: Sonam Kapoor

Posted by - March 22, 2022 0
২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা অনিল কাপুরের কন্যা অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের…

দেশজুড়ে উত্তপ্ত অবস্থা নিয়ে মুখ খুললেন তসলিমা

Posted by - June 11, 2022 0
নিউজ ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এর জেরেই উত্তপ্ত হয়েছে দেশের বহু জায়গা।…

‘পল্লবী বোকা ছিল, আমি তো নই’, মাকে এই কথা কেন বললেন বিদিশা

Posted by - May 26, 2022 0
নিউজ ডেস্ক: কয়েকদিন আগেই আত্মঘাতী হয়েছিলেন ছোট পর্দার উঠতি অভিনেত্রী পল্লবী দে৷ বিদিশার মায়েরও মনে ভয় হয়৷ মেয়েকে বাড়ি ফিরে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *