চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল রাঙামতী তীরন্দাজ। রাঙামতী তীরন্দাজের সাথে প্রথম স্থান অধিকার করে নিল পরশুরাম আজকের নায়ক। প্রথম স্থান থেকে সরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল জি বাংলার জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা।
চলতি সপ্তাহে রাঙামতী তীরন্দাজ ও পরশুরাম আজকের নায়ক-এর প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সপ্তাহে এই ধারাবাহিক এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬.৯। রায়ান ও পারুল অভিনীত পরিণীতার প্রাপ্ত টিআরপি ৬.৮।
চতুর্থ স্থানে রয়েছে ফুলকি। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। পাঁচ নম্বরে রয়েছে চিরসখা। কমলিনী এবং স্বতন্ত্রর এক অন্যরকম প্রেম কাহিনির এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪।
ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৮ টিআরপি নিয়ে সপ্তম স্থানে কথা। অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এর প্রাপ্ত নম্বর ৫.৪।
৫.২ পেয়ে নবম স্থান দখল করেছে চিরদিনই তুমি যে আমার। দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া সহ রোশনাই (১৫ মিনিট)। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৯।
সদ্য শুরু হওয়া বুলেট সরোজিনী বিশেষ সুবিধা করতে পারছে না আনন্দীর বিপরীতে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ১.৮। নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নম্বর ওয়ানের সানডে এপিসোড ৪.২ পেয়েছে। বাকি সপ্তাহে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো পেয়েছে ১.৫ এবং ২.১ নম্বর। ড্যান্স বাংলা ড্যান্স এই সপ্তাহে পেয়েছে ৩.৯ নম্বর।







