জগদ্ধাত্রীকে হারিয়ে বেঙ্গল টপার হল রাঙামতী তীরন্দাজ, কোন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর কত!

9 0

 

চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল রাঙামতী তীরন্দাজ। রাঙামতী তীরন্দাজের সাথে প্রথম স্থান অধিকার করে নিল পরশুরাম আজকের নায়ক। প্রথম স্থান থেকে সরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল জি বাংলার জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা।

চলতি সপ্তাহে রাঙামতী তীরন্দাজ ও পরশুরাম আজকের নায়ক-এর প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই সপ্তাহে এই ধারাবাহিক এক থেকে দুই নম্বরে নেমে গিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬.৯। রায়ান ও পারুল অভিনীত পরিণীতার প্রাপ্ত টিআরপি ৬.৮।

চতুর্থ স্থানে রয়েছে ফুলকি। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। পাঁচ নম্বরে রয়েছে চিরসখা। কমলিনী এবং স্বতন্ত্রর এক অন্যরকম প্রেম কাহিনির এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৪।

ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৮ টিআরপি নিয়ে সপ্তম স্থানে কথা। অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এর প্রাপ্ত নম্বর ৫.৪।

৫.২ পেয়ে নবম স্থান দখল করেছে চিরদিনই তুমি যে আমার। দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া সহ রোশনাই (১৫ মিনিট)। এই দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৯।

সদ্য শুরু হওয়া বুলেট সরোজিনী বিশেষ সুবিধা করতে পারছে না আনন্দীর বিপরীতে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ১.৮। নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নম্বর ওয়ানের সানডে এপিসোড ৪.২ পেয়েছে। বাকি সপ্তাহে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো পেয়েছে ১.৫ এবং ২.১ নম্বর। ড্যান্স বাংলা ড্যান্স এই সপ্তাহে পেয়েছে ৩.৯ নম্বর।

Related Post

কলকাতায় তানিষ্ক এর গয়নায় এবার নুসরত জাহান

Posted by - July 4, 2022 0
নিউজ ডেস্ক: রথযাত্রা উৎসবের দিন তানিষ্ক কলকাতায় দুটি এক্সক্লুসিভ স্ট্যান্ডএলোন স্টোর শুরু করেছে। এই শোরুম দুটির উদ্বোধন করেছেন টলিউড অভিনেত্রী…

সোনাক্ষি সিনহা ও সালমানের আংটি বদলের ছবি ঘিরে তোলপার নেটপাড়া ! কী বললেন সোনাক্ষি ?

Posted by - March 6, 2022 0
বর কনে সেজে আংটিবদল করছেন সলমন সোনাক্ষি! তারপর থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। মুহূর্তের মধ্যে এই ছবিকে কেন্দ্র করে…

ক্যাটরিনা নাম বদলে নতুন নাম রেখেছেন ভিকির মা —কি সেই নাম?

Posted by - October 29, 2022 0
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ—বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। ভিক্যাটের প্রেম থেকে বিয়ে তার পর হানিমুন, করবা চৌথ সবটাই যেন স্বপ্নের…

দেশজুড়ে উত্তপ্ত অবস্থা নিয়ে মুখ খুললেন তসলিমা

Posted by - June 11, 2022 0
নিউজ ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এর জেরেই উত্তপ্ত হয়েছে দেশের বহু জায়গা।…

গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

Posted by - May 30, 2022 0
নিউজ ডেস্ক: পাঞ্জাবী গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা। মৃত গায়কের নাম সিদ্ধু মুসেওয়ালাকে। তিনি পাঞ্জাব…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *