Bengal Express https://bengalexpress.in/ Leading bengali News Portal in Inida Mon, 16 Jun 2025 08:22:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 দুঃসাহসিক লুঠপাট রুখতে কলকাতার বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা https://bengalexpress.in/kolkata/cctv-cameras-are-being-installed-in-various-areas-of-kolkata-to-prevent-adventurous-looting/ https://bengalexpress.in/kolkata/cctv-cameras-are-being-installed-in-various-areas-of-kolkata-to-prevent-adventurous-looting/#respond Mon, 16 Jun 2025 08:22:01 +0000 https://bengalexpress.in/?p=15850  

চলতি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘটেছে দুঃসাহসিক লুঠপাট। ভরদুপুরেও ঘটে গিয়েছে এই ধরনের লুঠপাটগুলি। এমনকি সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে মূল্যবাণ সোনার চেন নিয়ে চম্পট দেয় ২০ জনের দল। অভিযোগ, ৪০০ গ্রাম সোনার চেন ভয় দেখিয়ে নিয়ে নেয়। এই দুটি ঘটনা শহরের বুকে ঘটার পরই বাড়তি উদ্যোগ নিল লালবাজার।

প্রসঙ্গত, শহরের ব্যস্ততম ব্যবসা–বাণিজ্যের এলাকা পোস্তা বড়বাজার। এই এলাকায় আগেও এমন বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটেছিল। এটাই বর্তমানে লালবাজারের একটি অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কাজ শুরু করলেও ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে আততায়ীরা। ফলে তাদের ধরা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। তাই এলাকায় বাড়তি নজরদারি করার পদক্ষেপ নিয়েছে লালবাজার। পোস্তা এবং বড়বাজার থানা এলাকার মোট ৪০টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। আর এই স্পর্শকাতর জায়গায় মোট ৮৫টি সিসি ক্যামেরা বসানো বলে লালবাজার সূত্রে খবর।

জানা যাচ্ছে, নিউ মার্কেট, হাতিবাগান, খান্না, গড়িয়াহাট, লেক মার্কেট–সহ নানা জায়গায় বসানো হবে সিসি ক্যামেরা। বিভিন্ন এলাকায় ক্যামেরা বসানো নিয়ে বিশেষ বৈঠক করেছেন যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার। মহাত্মা গান্ধী রোড, কটন স্ট্রিট, ক্যানিং স্ট্রিট, সোনাপট্টি এমন বহু জায়গাকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ৮৫টি ক্যামেরার মধ্যে পোস্তা থানা এলাকার ১৬টি জায়গায় ৫৩টি লাগানো হবে। এই কাজে খরচ হবে ২০ লক্ষ টাকা। বড়বাজারের ১৬টি জায়গায় ৩২টি নতুন ক্যামেরা লাগানো হবে।

উল্লেখ্য, বিভিন্ন এলাকায় লাগানো ক্যামেরাগুলিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। টানা ২১ দিনের ফুটেজ সংরক্ষণ করা যাবে ক্যামেরার স্টোরেজে। আগেও এই এলাকায় বড় অঙ্কের টাকা লুটের ঘটনা ঘটেছে। যার তদন্ত করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তাই থানার সঙ্গে এইসব নতুন ক্যামেরার ফুটেজ দেখার জন্য গোয়েন্দা বিভাগকেও ‘লাইভ ফিড’ দেওয়া হবে।

]]>
https://bengalexpress.in/kolkata/cctv-cameras-are-being-installed-in-various-areas-of-kolkata-to-prevent-adventurous-looting/feed/ 0
খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফিরহাদ হাকিমের এলাকা নিয়ে বিস্ফোরক দমকলমন্ত্রী https://bengalexpress.in/kolkata/terrible-fire-in-khidirpur-fire-minister-explosive-about-firhad-hakims-area/ https://bengalexpress.in/kolkata/terrible-fire-in-khidirpur-fire-minister-explosive-about-firhad-hakims-area/#respond Mon, 16 Jun 2025 03:54:47 +0000 https://bengalexpress.in/?p=15845  

রবিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড খিদিরপুর বাজারে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে প্রায় শতাধিক দোকান। তবে এই নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় কাউন্সিলর বলছেন, দোকান পুড়েছে ৪০০টি। অপরদিকে স্থানীয়দের দাবি, ১৩০০ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরই মধ্যে দমকলমন্ত্রী সুজিত বসুর দাবি, এই সব দোকানের মধ্যে অধিকাংশই বেআইনি। এদিকে যে খিদিরপুরে এই ঘটনা ঘটেছে, সেই এলাকার বিধায়ক হলেন ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে ফিরহাদের এলাকার বাজারে শতাধিক বেআইনি দোকান থাকা নিয়ে সুজিতের মন্তব্যে অস্বস্তিতে পড়তে পারে সরকারই। এদিকে কী কারণে ঘটল এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

একদিকে দমকলমন্ত্রী বেআইনি দোকানের দাবি করেছেন। অপরদিকে, দমকলমন্ত্রীর সঙ্গে এদিন সকালে স্থানীয়দের বচসা হয়। দমকলের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা অভিযোগ করেন, আগুনের বিষয়ে জানানোর অনেক পরে দমকল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এদিকে অগ্নিকাণ্ড নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, ‘ফিরহাদ হাকিম সকালে ফোন করেছিলেন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আগুন নেভাতে তাই সমস্যা হচ্ছে। দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। জলের ব্যবস্থাও করা হয়েছে। কুলিং, পকেট ফায়ারগুলি নেভানোর চেষ্টা করা হচ্ছে এখন। এখানে অনেক দোকান নিয়ম মেনে ঠিকভাবে তৈরি করা হয়নি।’

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চিন্তায় পড়েছে বহু মানুষ। এই আগুনের জেরে বাজারের দোকানদারদের বিশাল ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে অভিযোগ উঠছে, খিদিরপুর বাজারে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল বিভিন্ন দোকানে। এর জেরেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং শতাধিক দোকান এতে পুড়ে যায়। এদিকে দমকলমন্ত্রীও দাবি করেছেন, বাজারের বহু দোকানই নিয়ম বহির্ভূত ভাবে বানানো ছিল। এই আবহে সরকার কাদের ক্ষতিপূরণ বা পুনর্বাসন দেয়, সেই নিয়ে স্পষ্ট ধারণা নেই কারও।

]]>
https://bengalexpress.in/kolkata/terrible-fire-in-khidirpur-fire-minister-explosive-about-firhad-hakims-area/feed/ 0
আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসপাতালে চিকিৎসাধীন https://bengalexpress.in/state/bjp-mp-abhijit-suddenly-falls-ill-undergoing-treatment-in-hospital/ https://bengalexpress.in/state/bjp-mp-abhijit-suddenly-falls-ill-undergoing-treatment-in-hospital/#respond Sun, 15 Jun 2025 05:58:46 +0000 https://bengalexpress.in/?p=15840  

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে নিজের বাড়িতেই আচমকাই পেটে তীব্র যন্ত্রণা ও বারবার বমির সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

জানা যাচ্ছে, পেটের সমস্যা ছাড়াও অন্যান্য কয়েকটি সমস্যা রয়েছে তার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জিতে আসা এই বিজেপি সাংসদ আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তার কর্মজীবনের জন্যও পরিচিত। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তার পরিবারের সদস্যদের থেকে জানা যাচ্ছে, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এদিকে, খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিজেপির নেতা কর্মীরা। সূত্রের খবর, কলকাতা থেকে প্রায়ই নিজের সাংসদ এলাকা তমলুকে যাতায়াত করেন অভিজিৎ। এছাড়াও, দলের প্রায় প্রতিটি কর্মসূচিতেই তিনি উপস্থিত থাকেন। এমনিতেই গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সকলেই। তারফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তানিয়েও চর্চা শুরু হয়েছে কর্মীদের মধ্যে।

]]>
https://bengalexpress.in/state/bjp-mp-abhijit-suddenly-falls-ill-undergoing-treatment-in-hospital/feed/ 0
প্রকাশ্যে মারধর মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীকে, অভিযোগের নিশানা বিজেপির দিকে https://bengalexpress.in/state/minister-jyotsna-mandis-husband-beaten-up-in-public-allegations-levelled-at-bjp/ https://bengalexpress.in/state/minister-jyotsna-mandis-husband-beaten-up-in-public-allegations-levelled-at-bjp/#respond Sat, 14 Jun 2025 08:49:50 +0000 https://bengalexpress.in/?p=15835  

ভর সন্ধ্যায় প্রকাশ্য বাজারে আক্রান্ত রাজ্যের এক মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনবাবু। মন্ত্রীর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পালটা বিজেপির দাবি, তৃণমূল-বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত হয়েছেন ওই মন্ত্রীর স্বামী।

এই ঘটনায় রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘বিজেপির ঔদ্ধত্য এবার সীমাহীন। প্রকাশ্যে খাতড়া শহরে বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে।’

জানা যাচ্ছে, শুক্রবার শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে মুদি সামগ্রী কিনতে গিয়েছিলেন তুহিনবাবু। সেখানে তাকে ব্যাপক মারধর হয়। এই মারধরের ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। তুহিনবাবু জানান, লাঠিধারী ১৫ – ১৬ জন বিজেপি কর্মী তার ওপর আক্রমণ করে। তাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিজনরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। জ্যোৎস্না মান্ডি বলেন, ‘আমার স্বামী রাজনীতির সাতে পাঁচে নেই, ওর ওপর কেন আক্রমণ হবে? বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।’

এই ঘটনায় অভিযুক্তদের শনিবার খাতড়া আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি করে, শুক্রবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলি গুন্ডারা হামলা চালায়। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RAF। সেই গণ্ডগোলের মধ্যে পড়ে আহত হন তুহিনবাবু। তার আক্রান্ত হওয়ার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি কর্মীরা তাকে আক্রমণ করেননি।

]]>
https://bengalexpress.in/state/minister-jyotsna-mandis-husband-beaten-up-in-public-allegations-levelled-at-bjp/feed/ 0
উইকেন্ডেও কমছে না গরম, কবে ঢুকবে বর্ষা! https://bengalexpress.in/uncategorized/the-heat-is-not-decreasing-even-on-the-weekend-when-will-the-monsoon-arrive/ https://bengalexpress.in/uncategorized/the-heat-is-not-decreasing-even-on-the-weekend-when-will-the-monsoon-arrive/#respond Sat, 14 Jun 2025 06:44:11 +0000 https://bengalexpress.in/?p=15830  

অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। কখন বৃষ্টির দেখা মিলবে সেটির দিকে তাকিয়ে রয়েছে তারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনোও কোনোও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনও কোনও জেলায়। বৃষ্টিপাত হলেও সেই পরিমাণ খুব কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায়। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে রবিবারের মধ্যে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। দক্ষিনবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেই ১৯ জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বইতে পারে ঝোড়ো দমকা বাতাস। যার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাগুলিততেও ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।

]]>
https://bengalexpress.in/uncategorized/the-heat-is-not-decreasing-even-on-the-weekend-when-will-the-monsoon-arrive/feed/ 0
পুলিশ আধিকারিকের রিভলভার ছিনিয়ে নিজেকে গুলি, ১০ দিন পর মৃত্যু বিভাসের https://bengalexpress.in/state/vivas-shoots-himself-after-snatching-police-officers-revolver-dies-10-days-later/ https://bengalexpress.in/state/vivas-shoots-himself-after-snatching-police-officers-revolver-dies-10-days-later/#respond Fri, 13 Jun 2025 12:21:52 +0000 https://bengalexpress.in/?p=15825  

পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিজের মাথায় গুলি। এই গুলি চালিয়েছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল বিভাস ঘোষ। এরপরেই ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ কনস্টেবলের পরিবার। এই ঘটনা শোনার পরেই জ্ঞান হারিয়েছেন গর্ভবতী স্ত্রী।

প্রসঙ্গত, গত ২রা জুন এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানার অধীনে ১০ মাইল এলাকায়। দায়িত্বে থাকা এক আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি চালান ২৭ বছর বয়সি ওই কনস্টেবল। সহকর্মীরা সঙ্গে-সঙ্গে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।

জানা যাচ্ছে, মানসিক অবসাদের কারণেই মৃত্যু হয়েছে নদিয়ার বিষ্ণুপুরের বাসিন্দা বিভাসের। তবে সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবার। পরিবারের দাবি, কাজের জায়গায় তৈরি হওয়া চাপ ও অশান্তিই হয়তো তাঁকে এই পথে ঠেলে দিয়েছে।

বিভাসের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে, ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকেই একাকিত্ব গ্রাস করে বসেছিল তাঁকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর কারও সঙ্গে তেমন মিশতেন না। নবদ্বীপের এক মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাও চলেছিল। পড়াশোনায় ভালো ছিলেন বিভাস। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে বায়োসায়েন্সে স্নাতক হন। লক্ষ্য ছিল শিক্ষকতা। বিএড-ও সম্পূর্ণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেন নিয়মিত। শেষপর্যন্ত কনস্টেবল পদে নিয়োগের সুযোগকেই বেছে নিয়েছিলেন তিন বছর আগে।

]]>
https://bengalexpress.in/state/vivas-shoots-himself-after-snatching-police-officers-revolver-dies-10-days-later/feed/ 0
২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান https://bengalexpress.in/national/london-bound-air-india-flight-crashes-in-ahmedabad-with-242-passengers-on-board/ https://bengalexpress.in/national/london-bound-air-india-flight-crashes-in-ahmedabad-with-242-passengers-on-board/#respond Thu, 12 Jun 2025 09:59:39 +0000 https://bengalexpress.in/?p=15818  

বৃহস্পতিবার দুপুর ১.৫০ নাগাদ ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ২৪২ জন যাত্রী নিয়ে গুজরাটের মেঘানী নগরে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ল। যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত রাস্তা। মনে করা হচ্ছে, যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেটি আবাসিক এলাকা। এদিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার সময় এয়ার ইন্ডিয়ার এই আহমেদাবাদ-লন্ডন বিমানটি ভেঙে পড়ে। বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে লাগে আগুন। নিমেষের মধ্যেই পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে যায়। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তৎপরতার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে। দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘানিনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশপাশের বাড়িও।

প্রাথমিক তথ্য অনুসারে, আহমেদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট ঘটনাস্থলে কমপক্ষে ১০টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দুর্ঘটনার কারণ এবং বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। মনে করা হচ্ছে দীর্ঘ পথের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি ভরা হয় যার ফলে বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

]]>
https://bengalexpress.in/national/london-bound-air-india-flight-crashes-in-ahmedabad-with-242-passengers-on-board/feed/ 0
ফের সপ্তাহান্তে বাতিল বেশকিছু ট্রেন, দুর্ভোগে পড়তে চলেছে নিত্যযাত্রীরা https://bengalexpress.in/state/several-trains-cancelled-again-this-weekend-commuters-set-to-suffer/ https://bengalexpress.in/state/several-trains-cancelled-again-this-weekend-commuters-set-to-suffer/#respond Thu, 12 Jun 2025 09:07:03 +0000 https://bengalexpress.in/?p=15813  

সপ্তাহান্তে ফের বাতিলের ঘোষনা শিয়ালদহ শাখার বেশকিছু ট্রেনের। ট্রেন বাতিলের পাশাপাশি বদল ঘটানো হয়েছেকয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও। এই যাত্রাপথের সময় বদলের মধ্যে বেশিরভাগই শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহান্তে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে সাধারণ যাত্রীদের।

জানা যাচ্ছে, টানা আড়াই দিন বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। পাশাপাশি, অনিয়মিতভাবে চলবে বেশকিছু ট্রেন। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা।পূর্ব রেল থেকে জানানো হচ্ছে, আগামী শুক্রবার ও শনিবার শিয়ালদা শাখায় ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। মূলত শিয়ালদা-শান্তিপুর লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর অংশে চতুর্থ লাইনের কাজের জন্য শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেজন্য মোট ৪৬টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের সময় পালটানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

জানা গিয়েছে, রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। এর ফলে একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৪৬টি ট্রেন বাতিল থাকবে।

]]>
https://bengalexpress.in/state/several-trains-cancelled-again-this-weekend-commuters-set-to-suffer/feed/ 0
ত্রিকোণ প্রেমের জেরে মৃত এক যুবক, আইস্ক্রিম ফিজার থেকে উদ্ধার মৃতদেহ https://bengalexpress.in/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/a-young-man-died-due-to-a-love-triangle-his-body-was-recovered-from-an-ice-cream-freezer/ https://bengalexpress.in/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/a-young-man-died-due-to-a-love-triangle-his-body-was-recovered-from-an-ice-cream-freezer/#respond Thu, 12 Jun 2025 09:01:12 +0000 https://bengalexpress.in/?p=15805  

মেঘালয় কান্ডের পর আরেক চাঞ্চল্যকর ঘটনা ত্রিপুরায়। ত্রিকোণ প্রেমের জেরে খুন তরতাজা যুবক। পুলিশ তদন্তে নেমে ত্রিকোণ প্রেমের এক তত্ত্ব তুলে ধরেন।

জানা যাচ্ছে, বেশকিছু দিন ধরেই নিখোঁজ ছিলেন সরিফুল ইসলাম। পেশায় ইলেকট্রিশিয়ান সরিফুল কাজ করতেন ত্রিপুরা স্মার্ট সিটি প্রকল্পে। তাঁকে খুঁজে বের করতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের কাহিনী। সরিফুলের দেহ পাওয়া যায় আগরতলা থেকে ১২০ কিলোমিটার দূরে গন্ডাচেরার একটি আইস ক্রিমের দোকানের ফ্রিজারে। সরিফুলের দেহ একটি ট্রলি ব্যাগে পুরে সেটি রেখে দেওয়া হয়েছিল ওই ফ্রিজারে।

পশ্চিম ত্রিপুরার পুলিস সুপার কিরণ কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সরিফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২০ বছরের এক তরুণীর। কিন্তু ওই তরুণীর উপরে নজর ছিল সম্পর্কে তার এক তুতো ভাইয়ের। সম্প্রতি সরিফুল ও তার বান্ধবীর মধ্যে কথাবর্তা বন্ধ হয়ে যায়। সেই কথা জানতে পেরেই সরিফুলকে খুনের ছক কষে ফেলে ওই তরুণীর তুতো ভাই। সরিফুলের পরিবার থানায় নিখোঁজ ডাইরি করে। ডাইরি করার পর তদন্তে নেমে অভিযুক্তকে জিজ্ঞসাবাদ করে।

প্রসঙ্গত, সম্প্রতি মূল অভিযুক্ত দিবাকর সাহা বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে ফিরছে। গত ৮ জুন সে কায়দা করে সরিফুলকে দক্ষিণ ইন্দিরানগরের জয়দীপ দাস নামে এক যুবকের বাড়িতে ডাকে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল অনিমেশ যাদব ও নবনীতা দাস নামে আরও দুজন। সরিফুল আসতেই ৩ জনের সাহায্য নিয়ে সরিফুলকে শ্বাসরোধ করা হয়। আগে থেকেই একটি ট্রলিব্যাগ আনা ছিল। সেই ট্রলিতে তারা সরিফুলের দেহ ঢুকিয়ে দেয়। এরপর মূল অভিযুক্ত দিবাকর সাহা তার বাবাকে ডাকে। ঘটনার পরদিন দিবাকরের বাবা দীপক সাহা ও মা দেবীকা সাহা গন্ডাচেরা থেকে গাড়ি নিয়ে আগরতলায় আসে। তারপর ওই ট্রলি তাদের গাড়িতে তুলে দেওয়া হয়। গন্ডাচেরায় নিয়ে গিয়ে সেই ব্যাগ রাখা হয় তাদের দোকানের ফ্রিজারে। সেই দেহ বুধবার উদ্ধার করেছে।

উল্লেখ্য, ওই তরুণী সম্প্রতি তার বাবাকে হারিয়ে অনেকটাই অসহায় হয়ে পড়েছিল। সেই সুযোগে তাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করে দিবাকর। কিন্তু তাকে পাত্তা দেয়নি ওই তরুণী। তার পরেই অভিযুক্তের মনে হয় যতদিন সরিফুল বেঁচে থাকবে ততদিন তারা আশা পূর্ণ হওয়ার নয়। তাই সরিফুলকে সরিয়ে দেওয়ার ছক কষে ফেলে দিবাকর।

]]>
https://bengalexpress.in/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/a-young-man-died-due-to-a-love-triangle-his-body-was-recovered-from-an-ice-cream-freezer/feed/ 0
বর্ষা না ঢুকলেও স্বস্তির বৃষ্টি নামতে চলেছে বঙ্গ জুড়ে, কমতে পারে তাপমাত্রাও https://bengalexpress.in/uncategorized/even-though-the-monsoon-has-not-arrived-there-will-be-some-relief-rain-across-bengal-and-the-temperature-may-also-drop/ https://bengalexpress.in/uncategorized/even-though-the-monsoon-has-not-arrived-there-will-be-some-relief-rain-across-bengal-and-the-temperature-may-also-drop/#respond Thu, 12 Jun 2025 04:52:39 +0000 https://bengalexpress.in/?p=15800  

 

দক্ষিনবঙ্গে গরমে অস্বস্তিতে পড়ছে সকলে। বর্ষা ঢোকেনি এখনোও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না। তবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস৷ যার গতিবেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এই ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। বৃষ্টির ফলে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরমে নাজেহাল মানুষজন। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। এদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা সহ উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওইদিন পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে টানা তিনদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। টানা বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এতদিন পর্যন্ত অস্বস্তিকর গরম থাকলেও বৃহস্পতিবার ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতাতেও। শহরে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বইবে দমকা বাতাসও। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। এই বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

]]>
https://bengalexpress.in/uncategorized/even-though-the-monsoon-has-not-arrived-there-will-be-some-relief-rain-across-bengal-and-the-temperature-may-also-drop/feed/ 0