দিল্লিতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। যে আবহে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো চলছে তখনই আটক আরোও ৩৮ জন। জানা যাচ্ছে, দিল্লিতে বসতি স্থাপনের আগে এই বাংলাদেশিরা হরিয়ানার নুহ এবং বিহারে থাকত তারা। কিন্তু সেখানে বেশিদিন থাকতে না পেরে দিল্লিতে এসেছিল।
জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশিদেরদের মধ্যে নারী সহ শিশুও রয়েছে। তারা প্রত্যেকেই অবৈধ বাংলাদেশি অভিবাসী। তাদের কারও কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। অভিযুক্তরা আগে হরিয়ানার নুহ এবং পরে বিহারে গিয়েছিল। পরে তারা দিল্লি পৌঁছান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাংলাদেশি নাগরিকরা বিহারে বসতি স্থাপনের চেষ্টা করলেও সেখানে জীবিকার ব্যবস্থা করতে ব্যর্থ হন। তারপরে তারা দিল্লিতে চলে যান। সেখানে তারা কারখানায় কাজ শুরু করেন এবং অবৈধ বসতিতে বসবাস শুরু করেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার পূর্ব জেলা পুলিশ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে আবার তিনজন নাবালক ছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছরের ১৯ নভেম্বর দিল্লি পুলিশ অভিযান শুরু করেছিল। এ পর্যন্ত শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ব্যক্তিদের গ্রেফতারের ফলে এমন অনেক নেটওয়ার্কও প্রকাশিত হয়েছে যা অনুপ্রবেশকারীদের জাল আধার সহ অনেক ধরণের নথি দেয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের মধ্যে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ তীব্র হয়েছে। এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করছে ভারত। আর তাতেই আপত্তি বাংলাদেশের।







