ফের দিল্লিতে আটক ৩৮ জন বাংলাদেশ অনুপ্রবেশকারী, রয়েছে নারী সহ শিশুও

7 0

 

 

দিল্লিতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। যে আবহে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো চলছে তখনই আটক আরোও ৩৮ জন। জানা যাচ্ছে, দিল্লিতে বসতি স্থাপনের আগে এই বাংলাদেশিরা হরিয়ানার নুহ এবং বিহারে থাকত তারা। কিন্তু সেখানে বেশিদিন থাকতে না পেরে দিল্লিতে এসেছিল।

জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশিদেরদের মধ্যে নারী সহ শিশুও রয়েছে। তারা প্রত্যেকেই অবৈধ বাংলাদেশি অভিবাসী। তাদের কারও কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। অভিযুক্তরা আগে হরিয়ানার নুহ এবং পরে বিহারে গিয়েছিল। পরে তারা দিল্লি পৌঁছান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাংলাদেশি নাগরিকরা বিহারে বসতি স্থাপনের চেষ্টা করলেও সেখানে জীবিকার ব্যবস্থা করতে ব্যর্থ হন। তারপরে তারা দিল্লিতে চলে যান। সেখানে তারা কারখানায় কাজ শুরু করেন এবং অবৈধ বসতিতে বসবাস শুরু করেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার পূর্ব জেলা পুলিশ পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে আবার তিনজন নাবালক ছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বছরের ১৯ নভেম্বর দিল্লি পুলিশ অভিযান শুরু করেছিল। এ পর্যন্ত শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ব্যক্তিদের গ্রেফতারের ফলে এমন অনেক নেটওয়ার্কও প্রকাশিত হয়েছে যা অনুপ্রবেশকারীদের জাল আধার সহ অনেক ধরণের নথি দেয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের মধ্যে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ তীব্র হয়েছে। এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করছে ভারত। আর তাতেই আপত্তি বাংলাদেশের।

Related Post

জেনে নিন কে এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

Posted by - June 22, 2022 0
নিউজ ডেস্ক: দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন কে? সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের তোড়জোড়। এই পরিস্থিতিতে কেন্দ্রের এনডিএ সরকার…

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের

Posted by - March 22, 2022 0
পেট্রল-ডিজেলের পাশাপাশি মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ৫০ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম। আগে রান্নার গ্যাসের দাম ছিল ৯২৬। তা বেড়ে হয়েছে…

ভদ্র পোশাক পড়ে মন্দিরে প্রবেশের নির্দেশ মন্দির কর্তৃপক্ষের

Posted by - December 22, 2024 0
বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে ভক্তদের পোশাকবিধি নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি মন্দির কর্তৃপক্ষের। মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্‌স পরে প্রবেশ…

উত্তরপ্রদেশে এক নাবালকের ১৭ টুকরো দেহ উদ্ধার

Posted by - December 18, 2024 0
উত্তরপ্রদেশের বহরাইচে এক নাবালকের ১৭ টুকরো দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। যোগিরাজ্যের নৈরাজ্য প্রকাশ্যে। ধিক্কারজনক এই ঘটনায় ওই নাবালকের…

১ এপ্রিল বদলে যাচ্ছে GST-র নিয়ম, বহু কোম্পানিতে প্রভাব পরতে পারে

Posted by - March 29, 2022 0
সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস জানিয়েছে যে ২০ কোটি টাকার বেশি টার্নওভারের ব্যবসাগুলিকে ১ এপ্রিল, ২০২২ থেকে B2B…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *