২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান

20 0

 

বৃহস্পতিবার দুপুর ১.৫০ নাগাদ ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ২৪২ জন যাত্রী নিয়ে গুজরাটের মেঘানী নগরে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ল। যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত রাস্তা। মনে করা হচ্ছে, যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেটি আবাসিক এলাকা। এদিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার সময় এয়ার ইন্ডিয়ার এই আহমেদাবাদ-লন্ডন বিমানটি ভেঙে পড়ে। বিমান বন্দরের শেষ প্রান্তে গিয়ে লাগে আগুন। নিমেষের মধ্যেই পুরো এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে যায়। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তৎপরতার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে। দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে মেঘানিনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশপাশের বাড়িও।

প্রাথমিক তথ্য অনুসারে, আহমেদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট ঘটনাস্থলে কমপক্ষে ১০টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দুর্ঘটনার কারণ এবং বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। মনে করা হচ্ছে দীর্ঘ পথের যাত্রার জন্য বিমানটিতে প্রচুর জ্বালানি ভরা হয় যার ফলে বিস্ফোরণ ও আগুনের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Post

‘ভগবান শঙ্করের বিষপানের মতো সব সহ্য করেছেন মোদী’, জানালেন শাহ

Posted by - June 25, 2022 0
নিউজ ডেস্ক: ২০০০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে জ্বলছে গুজরাট। সেই ঘটনায় বিরোধীরা সরাসরি আঙুল তুললেন…

‘বছরে ২ কোটি অতীত’, ১৮ মাসে ১০ লাখ নিয়োগের কথা বলেন মোদী

Posted by - June 14, 2022 0
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সমস্ত সরকারি বিভাগ এবং মন্ত্রকগুলিতে মানব সম্পদের অবস্থা আলোচনা করেন। আগামী ১৮ মাসে দশ…

বাঘ বাতিল করে গোরুকে জাতীয় পশু করার আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট

Posted by - October 11, 2022 0
বাঘ বাতিল করে গোরুকে জাতীয় পশু করার আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট.সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কউল এবং…

বীরভূম জেলার নরকীয় হত্যালীলা নিয়ে মুখ খুলেছেন আসাদউদ্দিন ওয়াইসি

Posted by - March 25, 2022 0
নয়াদিল্লি: বাংলার সরকারকে তীব্রভাবে আক্রমণ করে হায়দরাবাদের সাংসদ বলেছেন, “বীরভূমে যা কিছু ঘটেছে তা দেখিয়েছে যে সরকার মুসলিমদেরকে তাদের পদাতিক…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *