‘মন কি বাত’ অনুষ্ঠানে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী

11 0

রবিবার অপারেশন সিঁদুরের পর প্রথম ‘মন কি বাত’-এর ১২২ তম পর্ব। সেখানেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, ‘সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবিও।’ প্রধানমন্ত্রী জানান, সেনার বীরত্ব তো বটেই অপারেশন সিঁদুর একই সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তির পরিচায়ক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের পরিবারের অঙ্গ হিসাবে যুক্ত করে নিয়েছেন।’ তিনি আরোও বলেন, ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে এবং দেশজুড়ে তেরঙ্গা যাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এক অনন্য দেশাত্মবোধের আবহ তৈরি হয়েছে। তার কথায়, ‘অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস জোগাবে ভারতকে।’

এদিন প্রধানমন্ত্রী একই সঙ্গে পহেলগাঁও হামলার নিহতদের পরিবারকেও আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারকে আশ্বস্ত করছি যে তারা ন্যায়বিচার পাবেনই। এই হামলার ষড়যন্ত্রকারী এবং অপরাধীদের কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে।’ তিনি জানান যে, সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে ব্যাপক উন্নতি হয়েছে। পর্যটন বাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।পহেলগাঁওয়ে হামলা ছিল ওই অঞ্চলের অগ্রগতি ব্যাহত করার প্রচেষ্টা।

প্রধানমন্ত্রীর কথায়, ‘অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রশস্ত্র এই দেশের মাটিতেই তৈরি। আমাদের সেনার, ইঞ্জিনিয়রদের, টেকনিসিয়ানদের, এই দেশের রক্ত-ঘামের পরিচায়ক এই সাফল্য।’ তিনি বলেন, ‘আমাদের জওয়ানরা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন। এটা তাদের অদম্য সাহসিকতার যেমন প্রমাণ, তেমনি আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং সমরসজ্জার শক্তি। আত্মনির্ভর ভারতের সংকল্পও প্রকাশ্যে এসেছে। আমাদের ইঞ্জিনিয়র থেকে টেকনিসিয়ান, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে সকলের ঘাম মিশে আছে।’

Related Post

খেলতে গিয়ে মাথায় ভেঙে পড়ল শৌচালয়ের ছাদ, প্রাণ হারাল পাঁচ বছরের শিশু

Posted by - March 13, 2023 0
সন্ধ্যাবেলায় পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল পাঁচ বছরের শিশু। কিন্তু আর বাড়ি ফেরা হল না। মাথার উপর শৌচালয়ের ছাদ ভেঙে…

যৌনতায় সম্মতির অর্থ আপত্তিকর ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট নয়, এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট

Posted by - January 23, 2025 0
যৌনতায় সম্মতির অর্থ আপত্তিকর ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট নয়। এক ধর্ষন মামলার শুনানিতে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট।…

সেঞ্চুরি পার করল কেরোসিন তেল, নাভিশ্বাস মানুষের

Posted by - July 16, 2022 0
নিউজ ডেস্ক: এই মাসেই কেরোসিন তেলের ‘ইস্যু প্রাইস’ একধাক্কায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত সাত মাসে…

দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত-মৃত্যু

Posted by - February 23, 2022 0
নয়া দিল্লি: গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৫। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *