১৯৭৪ থেকে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫-এর থিম কী!

18 0

 

৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্ব জুড়েই পালিত হয় এই দিনটি। ১৯৭২ সালে ইউনাইটেড নেশনসের সাধারণ পরিষদ আয়োজিত বিশ্ব পরিবেশ সম্মেলনে আলোচনার পর এই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৭৪ সালের ৫ জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। গাছ-পালা, থেকে শুরু করে নদ-নদী সমস্তটা মিলেমিশেই হয় এই প্রকৃতি। প্রতিদিনই আমাদের উচিত পরিবেশ রক্ষা করা। আর এই দিনটি উপলক্ষ্যে শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়ে থাকে। পাশাপাশি আয়োজিত হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের। প্রকৃতিকে সুষ্ঠভাবে বাঁচিয়ে রাখার জন্য শিশুদের দ্বারা করানো হয় বিভিন্ন পোস্টার সহ আঁকা প্রতিযোগীতা। এছাড়াও প্রকৃতিকে উদ্দেশ্য করে হয়ে থাকে প্রবন্ধ, বক্তৃতাও প্রতিযোগীতাও।

প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একটি থিম করা হয়। ২০২৫ সালের থিম ‘প্লাস্টিক দূষণের অবসান’। এই থিমকে সামনে রেখে, দেশে নিষিদ্ধ একক-ব্যবহারের প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত বিকল্প নিয়ে অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পরিবেশ দিবসের থিম ছিল মরুকরণ এবং খরার সমস্যা মোকাবেলা।

প্রতিনিয়ত শহর গড়ে তোলার উদ্দেশ্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কেটে ফেলা হচ্ছে গাছ। এই গাছ কেটে ফেলায় বহু সমস্যা তৈরী হচ্ছে পৃথিবীতে। অসুস্থও হচ্ছে অনেক মানুষ। ক্ষতি হচ্ছে জীববৈচিত্র‍্যের।

বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়— এটি একটি সচেতনতার আন্দোলন। সরকার, এনজিও থেকে সাধারণ মানুষ— প্রত্যেকেরই পরিবেশ রক্ষায় অবদান রাখা প্রয়োজন। এই দিনে বৃক্ষরোপণ, প্লাস্টিক বিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার ইত্যাদির মাধ্যমে পরিবেশ বান্ধব জীবনের আহ্বান জানানো হয়।

Related Post

শুধু স্পর্শ নয়, প্রথম বার স্কুল সিলেবাসে বিশদে যৌন হেনস্থা প্রতিরোধের পাঠ পড়ানো হবে

Posted by - January 3, 2023 0
রাজ্যে প্রথম  বার সিলেবাসে অন্তর্ভুক্ত হল শিশুদের যৌন প্রতিরোধ আটকাতে সচেতনতার পাঠ। সপ্তম শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইতে এই…

ঘুম উড়তে চলেছে সিগারেট প্রেমিদের ! বড়সড় ঘোষণা কেন্দ্রের

Posted by - December 12, 2022 0
ধূমপায়ীদের জন্য বড় খবর। এবার দেশজুড়ে খুচরো সিগারেটের বিক্রি নিষিদ্ধ করতে পারে কেন্দ্র। তামাকের ব্যবহার কমাতে এমনটাই সুপারিশ করেছে সংসদের…

কালীপুজো আর দেখা হলো না,মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৫

Posted by - October 22, 2022 0
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের৷ আহত হয়েছেন আরও চল্লিশ জন৷ একটি বাসের সঙ্গে একটি…

আজ মোরবি পরিদর্শনে মোদী, রাতভর হাসপাতাল সাফাই

Posted by - November 1, 2022 0
সেতু বিপর্যয়ে মৃত্যুপুরী গুজরাটের মোরবি শহর। এখনও অন্তত শতাধিকের কোনও খোঁজ নেই। রবিবার সন্ধে নাগাদ যে সেতু বিপর্যয় হয়েছে (Gujarat…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *