বাড়ানো হোক বাংলার ফুটবলারের সংখ্যা। কলকাতা লিগের ম্যাচে একাদশে ৫ জন বাঙালীর সাথে খেলছে ৬ জন বাইরের প্লেয়ার৷ কিন্তু এই ম্যাচে বাংলার ফুটবলারের সংখ্যা বাড়ানো হোক, এটিই চান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।
কন্যাশ্রী কাপের ফাইনালে পুরষ্কার বিতড়ন করতে গিয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মেয়েদের ফুটবলে সাফল্য আসছে। তবে ছেলেদের ফুটবলেও আরোও ভালো করতে হবে।
জানা যাচ্ছে, কলকাতা লিগের একাদশ ম্যাচে ৫ জন বাঙালী ফুটবলার রাখার কথা হয়েছে। বাকি ৬ জন ভিনরাজ্যের খেলোয়াড়। কিন্তু এই ছয়জনের বদলে যদি আরোও কয়েকজন বাড়ানো যায় তাহলে সেটি ভেবে দেখা উচিত।
আইএফএ সচির অর্নিবাণ দও বলেন, কোন দল ১১ জন বাংলার ফুটবলার রেখে দল গড়তে পারে। তবে একাদশে ৬ জনের বেশি ভিনরাজ্যের প্লেয়ার খেলানো যাবে না। ক্রীড়ামন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা ক্লাবের কর্মকর্তা, কোচ সহ যারা জড়িত সকলকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, মঙ্গলবার অস্ট্রেলিয়ার অলিম্পিয়ান ইয়ান ক্যাম্পবেল দেখা করেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে। সেখানে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি চন্দন রায়চৌধুরীও। ২০২৭ এ মেঘালয়ে অনুষ্ঠিত হবে ৩৯ তম জাতীয় গেমস। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের অভিজ্ঞতা ভাগ করে নিতে অরূপ বিশ্বাস ও বিভাগীয় আধিকারীকদের মেঘালয়ে আমন্ত্রণ জানালেন মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি।







