কলকাতা লিগের একাদশ ম্যাচে বাড়ানো হোক বাঙালী প্লেয়ার, এমনটাই চান অরূপ বিশ্বাস

27 0

বাড়ানো হোক বাংলার ফুটবলারের সংখ্যা। কলকাতা লিগের ম্যাচে একাদশে ৫ জন বাঙালীর সাথে খেলছে ৬ জন বাইরের প্লেয়ার৷ কিন্তু এই ম্যাচে বাংলার ফুটবলারের সংখ্যা বাড়ানো হোক, এটিই চান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

কন্যাশ্রী কাপের ফাইনালে পুরষ্কার বিতড়ন করতে গিয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মেয়েদের ফুটবলে সাফল্য আসছে। তবে ছেলেদের ফুটবলেও আরোও ভালো করতে হবে।

জানা যাচ্ছে, কলকাতা লিগের একাদশ ম্যাচে ৫ জন বাঙালী ফুটবলার রাখার কথা হয়েছে। বাকি ৬ জন ভিনরাজ্যের খেলোয়াড়। কিন্তু এই ছয়জনের বদলে যদি আরোও কয়েকজন বাড়ানো যায় তাহলে সেটি ভেবে দেখা উচিত।

আইএফএ সচির অর্নিবাণ দও বলেন, কোন দল ১১ জন বাংলার ফুটবলার রেখে দল গড়তে পারে। তবে একাদশে ৬ জনের বেশি ভিনরাজ্যের প্লেয়ার খেলানো যাবে না। ক্রীড়ামন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা ক্লাবের কর্মকর্তা, কোচ সহ যারা জড়িত সকলকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, মঙ্গলবার অস্ট্রেলিয়ার অলিম্পিয়ান ইয়ান ক্যাম্পবেল দেখা করেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে। সেখানে উপস্থিত ছিলেন বিওএ সভাপতি চন্দন রায়চৌধুরীও। ২০২৭ এ মেঘালয়ে অনুষ্ঠিত হবে ৩৯ তম জাতীয় গেমস। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের অভিজ্ঞতা ভাগ করে নিতে অরূপ বিশ্বাস ও বিভাগীয় আধিকারীকদের মেঘালয়ে আমন্ত্রণ জানালেন মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি।

Related Post

শ্রেয়স আইয়ার কি দিল্লি ক্যাপিটালসে ফিরছেন?

Posted by - November 2, 2024 0
শ্রেয়স আইয়ারের (Sreyas Iyer) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছেই। কলকাতা নাইট রাইডার্স তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ধরে রাখেনি। নিলামে…

দলে কামব্যাক করেছেন অজিঙ্কা রাহানে, WTC জন্য দল ঘোষণা করল ভারত

Posted by - April 26, 2023 0
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। IPL-এর মাঝেই দল ঘোষণা করল চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে…

অদ্ভূত পরিসংখ্যান, যেখানে মেসির মতো অভাগা কেউ নেই

Posted by - February 9, 2022 0
সম্প্রতি বিশ্বের নামি ওয়েবসাইট ‘অপটা’ এমন এক তথ্য প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবারের…

রবিবারের খেলা ভেস্তে গেল ! আজ সোমবার হতে চলেছে ফাইনাল খেলা আইপিএল ২০২৩ এর

Posted by - May 29, 2023 0
আম্পায়াররা রাত ১১টা অবধি অপেক্ষা করে জানিয়ে দেন যে মাঠ খেলা শুরু করার মতো অবস্থায় নেই। ফলে সোমবার, অর্থাৎ ২৯…

মেসি নামতেই চেনা ছন্দে দল, এমএলএস রেকর্ডের পথে আরও এক ধাপ মায়ামির

Posted by - October 7, 2024 0
দিনকয়েক আগে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে সাপোর্টার্স শিল্ড খেতাব এনে দিয়েছিলেন লিও মেসি। তাঁকে দেখার জন্য এদিনও মাঠে হাজির…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *