দুর্ঘটনাও থামিয়ে রাখতে পারেনি পড়াশোনাকে, জেইই মেইন পরীক্ষায় টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মান

54 0

জেইই মেইন পরীক্ষায় টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মান। ফলাফল ৯৯.৯৮৭৫৭ পার্সেন্টাইল। দুর্ঘটনার পর আহত হয়েও থামেনি অর্চিষ্মান। কিন্তু তাতেও হার মানেনি সে। টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মানও জায়গা দখল করে নিয়েছেন।

জেইই সেশন ওয়ান পরীক্ষা দিতে ২৬ জানুয়ারি কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন অর্চিষ্মান। তার সঙ্গে ছিলেন তার বাবা-মা। পরীক্ষায় আর বাকি ছিল ৩ দিন। আর সেই ২৬ জানুয়ারি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। যদিও সেভাবে আহত হননি তারা। দুর্ঘটনার সেই রেশ পার করে ২৯ জানুয়ারি পরীক্ষায় বসেছেন মেদিনীপুরের ভূমিপুত্র অর্চিষ্মান।

মেদিনীপুরের ভূমিপুত্র অর্চিষ্মান প্রাথমিক পড়াশোনা বাংলা মিডিয়ামে। খড়গপুরের অর্চিষ্মান, চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা। প্রথমে বেলদা সংলগ্ন সাউড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় অর্চিষ্মানের। এই স্কুলের অন্যতম প্রাক্তনী বিজ্ঞানী নারায়ণ চন্দ্র রানা। এদিকে, পরে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ায় বাস শুরু হলে অর্চিষ্মান ভর্তি হন খড়গপুরের সেন্ট অ্যাগনেস স্কুলে। সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণির পড়াশোনা চলেছে। এরপর খড়গপুর আইআইটি ক্যাম্পাসের অন্দরে ডিএভি মডেল স্কুলে পড়াশোনা। আইসিএসইতে ৯৯% নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেন অর্চিষ্মান। এদিকে তিনি জয়েন্টের প্রস্তুতিও নিচ্ছিলেন। অঙ্ক, আর পদার্থবিদ্যা, এই দুই হল অর্চিষ্মানের পছন্দের বিষয়। এইচটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন,’ আমি সবসময় অঙ্ক এবং পদার্থবিদ্যা ভালোবাসি। আমি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করতে চাই। বিটেক শেষ করার পর আমি গবেষণা করতে চাই। সেটা জেইই মেইন স্কোরের উপর নির্ভর করবে। এখন আমি মেইন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তিনি বলছেন,’আমি ২৯০ থেকে ৩০০ নম্বর আশা করেছিলাম। ফলাফলে আমি খুশি।’ জেইই সেশন ২ পরীক্ষায় যারা ১০০ পার্সেন্টাইল নিয়ে স্টেট টপার হয়েছে, তাদের মধ্যে অর্চিষ্মান একজন। অর্চিষ্মানের স্বপ্ন আইআইটি খড়গপুরে পড়াশোনা। তাঁর দাদুই দেশের ওই তাবড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী। বাবা, এক ওষুধ সংস্থার কর্মী। মা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

মেদিনীপুরের ভূমিপুত্র অর্চিষ্মান যেমন পড়াশোনাকে ভালোবাসতেন, তেমনি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনেও মন রয়েছে তার। তিনি বলেন,’ আমি খেলতে ভালোবাসি এবং প্রতিদিন দুপুরে স্থানীয় বাচ্চাদের সাথে এক থেকে দেড় ঘন্টা খেলি। স্থানীয় মাঠে যখনই কোনও খেলাধুলা বা খেলার অনুষ্ঠান হয়, তখনই আমাকে মাঠে খুঁজে পাবেন।’ জেইই মেইন পরীক্ষার প্রস্তুতি নিয়ে অর্চিষ্মান বলছেন,’আমি NCERT সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছি এবং বিগত বছরের প্রশ্নগুলি সমাধান করেছি।’ আইআইটি নিয়ে কী ভাবনা? উত্তর এল,’আইআইটি মুম্বাইতে পড়াশোনা করা প্রতিটি আইআইটি আগ্রহীর স্বপ্ন। কিন্তু আমার দাদু যেহেতু আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র, তাই আমি আইআইটি খড়গপুরে পড়তে চাই। তিনি আমাকে অনেক অনুপ্রাণিত করেছিলেন। আমি একজন বিজ্ঞানী হতে চাই।’

Related Post

উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Posted by - August 6, 2022 0
সম্প্রতি জেলার সংগঠনে বেশ কিছু রদবদল হয়েছে। তারপর কোচবিহার জেলার বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে। দক্ষিণবঙ্গে…

পশ্চিমী ঝঞ্জা ঢুকছে না এই সপ্তাহেও, জাঁকিয়ে পড়বে না শীত

Posted by - January 18, 2025 0
ফের পশ্চিমী ঝঞ্জার প্রভাব রাজ্যে। যার ফলে আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী ২২ জানুয়ারী থেকে নতুন…

আনিসকাণ্ডে গোপন জবানবন্দী নিতে আদালতের দ্বারস্থ স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম

Posted by - April 1, 2022 0
আমতা:আনিস খানের পরিবারকে ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল আনিসের বাবা সালেম খানের গোপন জবানবন্দী নেবে…

ভুয়ো প্রতাড়নার শিকার সুকান্ত মজুমদার, লিখিত অভিযোগ দায়ের

Posted by - January 6, 2025 0
চারিদিকে চলছে ভুয়ো কারবারী। এবার এই প্রতাড়নার শিকার হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়ে মিথ্যে…

রাজনীতি ছেড়ে কি করার কাজ করার ইচ্ছাপ্রকাশ মন্ত্রী শোভনদেবের!

Posted by - June 27, 2023 0
বর্তমানে বাংলার একাধিক জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের চিত্র। আর অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদল। এই আবহে দলের খুঁত ঢাকতে আত্মসমালোচনার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *