ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহে বৃহস্পতিবারই বাতিল হয়েছিল ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপরেই জরুরী ভিত্তিতে বৈঠক করা হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে আইপিএল ২০২৫। জানা যাচ্ছে, সম্ভবত অগাস্ট-সেপ্টম্বরে সরছে আইপিএল। সেক্ষেত্রে বাতিল হতে পারে বাংলাদেশ সফর।
পঁহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছিল ২৬ জন। তখনই পাকিস্তানকে কড়া হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই করা হয় অপারেশন সিঁদুর। এই আবহে দেশি-বিদেশী ক্রিকেটারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। জম্মুতে পাকিস্তানের হামলার পরই নিরাপত্তার কারণে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এরপরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারত-পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ।







