চায়ের সাথে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষন নার্সকে, গ্রেফতার অভিযুক্ত

15 0

 

চায়ের সাথে মাদক মিশিয়ে বেঁহুশ করে ধর্ষন। এই অভিযোগে গ্রেফতার অভিযুক্ত সোমনাথ পণ্ডা নামে এক চায়ের দোকানদার। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায়। বুধবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দু’জনের মোবাইল ফোন সহ একাধিক সামগ্রী। তদন্তে নেমেছে পুলিশ।

জানা যাচ্ছে, অভিযুক্ত সোমনাথ পণ্ডার চায়ের দোকানে রাত দশটা নাগাদ চা খেতে যান নির্যাতিতা। মেয়েটি পেশায় একজন নার্স। অভিযোগ, চা খাওয়ার সময় তার অজান্তেই কিছু মিশিয়ে দেওয়া হয়। নির্যাতিতা জানান, ওই দোকানদার তাকে তার স্বামীর কাছে টাকা পাঠাতে সাহায্য করতেন, কারণ তার স্বামী ভিনরাজ্যে কর্মরত। সেদিনও টাকা পাঠানো নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। চা পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুঁশ হয়ে পড়েন এবং বেশ কিছু সময় অচৈতন্য অবস্থায় দোকানেই ছিলেন।

নির্যাতিতার জ্ঞান ফেরার পর তিনি লক্ষ্য করেন, তার শরীরের নীচের অংশে কোনও পোশাক নেই। তখনই ভয় পেয়ে কোনওরকমে পোশাক পরে রাত আড়াইটা নাগাদ সেখান থেকে পালিয়ে যান। পরিবারকে পুরো বিষয়টি জানান। পরিবারের তরফ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করার পরই দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়। পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ডের আবেদন জানানো হবে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার পাশাপাশি অন্যান্য ধারায় মামলাও রুজু হয়েছে।

Related Post

নির্দিষ্ট রুটে না যাওয়ায় আটকে দেওয়া হল শোভাযাত্রা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন লকেট

Posted by - April 6, 2025 0
নির্দিষ্ট রুট দিয়ে মিছিল না যাওয়ায় শোভাযাত্রা আটকে দিল পুলিশ। কেষ্টপুরে রাম-নবমীর শোভাযাত্রা আটকে দিল পুলিশ। এ নিয়ে পুলিশের সাথে…

প্রাথমিক মামলায় পার্থের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই

Posted by - December 27, 2024 0
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবারই পার্থ এবং এই মামলায় আরেক অভিযুক্ত অয়ন…

তৃণমূল কংগ্রেস রাজ্যসভার নির্বাচন আগেই প্রার্থীদের নাম ঘোষণা !

Posted by - July 10, 2023 0
রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন , দোলা সেন , সুখেন্দুশেখর রায় ।দিন কয়েক বাদেই রাজ্যসভার নির্বাচন । তার…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *