হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে নিজের বাড়িতেই আচমকাই পেটে তীব্র যন্ত্রণা ও বারবার বমির সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
জানা যাচ্ছে, পেটের সমস্যা ছাড়াও অন্যান্য কয়েকটি সমস্যা রয়েছে তার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জিতে আসা এই বিজেপি সাংসদ আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তার কর্মজীবনের জন্যও পরিচিত। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তার পরিবারের সদস্যদের থেকে জানা যাচ্ছে, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এদিকে, খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিজেপির নেতা কর্মীরা। সূত্রের খবর, কলকাতা থেকে প্রায়ই নিজের সাংসদ এলাকা তমলুকে যাতায়াত করেন অভিজিৎ। এছাড়াও, দলের প্রায় প্রতিটি কর্মসূচিতেই তিনি উপস্থিত থাকেন। এমনিতেই গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সকলেই। তারফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তানিয়েও চর্চা শুরু হয়েছে কর্মীদের মধ্যে।







