আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসপাতালে চিকিৎসাধীন

22 0

 

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার রাতে নিজের বাড়িতেই আচমকাই পেটে তীব্র যন্ত্রণা ও বারবার বমির সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

জানা যাচ্ছে, পেটের সমস্যা ছাড়াও অন্যান্য কয়েকটি সমস্যা রয়েছে তার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জিতে আসা এই বিজেপি সাংসদ আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তার কর্মজীবনের জন্যও পরিচিত। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিসিন ও সার্জারি দু’টি বিভাগের চিকিৎসক দলই তার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তার পরিবারের সদস্যদের থেকে জানা যাচ্ছে, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এদিকে, খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিজেপির নেতা কর্মীরা। সূত্রের খবর, কলকাতা থেকে প্রায়ই নিজের সাংসদ এলাকা তমলুকে যাতায়াত করেন অভিজিৎ। এছাড়াও, দলের প্রায় প্রতিটি কর্মসূচিতেই তিনি উপস্থিত থাকেন। এমনিতেই গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সকলেই। তারফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তানিয়েও চর্চা শুরু হয়েছে কর্মীদের মধ্যে।

Related Post

সেঞ্চুরি পার করল কেরোসিন তেল, নাভিশ্বাস মানুষের

Posted by - July 16, 2022 0
নিউজ ডেস্ক: এই মাসেই কেরোসিন তেলের ‘ইস্যু প্রাইস’ একধাক্কায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত সাত মাসে…

তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ জিজ্ঞাসাবাদ করার প্রশ্ন তৈরি ED

Posted by - June 30, 2023 0
শুক্রবার সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে সায়নীকে। যদিও ইডির নোটিসের পর থেকেই আর…

দ্বিতীয় বারের মতো রাজ্যসভায় তৃনমূল প্রার্থী হিসেবে জায়গা করে নিলেন ঋতব্রত, দেরিতে হলেও কাজের স্বীকৃতি দিলেন মমতা।

Posted by - December 8, 2024 0
রাজ্যসভা উপনির্বাচনে শাসকদল তৃনমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেছে ঋতব্রতর। এই ঘোষনার পর এক হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন…

ছাত্রদের যৌনাঙ্গ দেখার অভিযোগ দুই শিক্ষিকার বিরুদ্ধে

Posted by - February 26, 2025 0
অবাক করা জঘন্য কান্ড মুর্শিদাবাদের বহরমপুরে। ছাত্রদের পরনের পোশাক খুলে যৌনাঙ্গ দেখার অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। এমন অভিযোগে শোরগোল…

শোভনকে ‘ভাঁড়’ বলায় ক্ষিপ্ত বৈশাখী, কি বললেন শুভেন্দুকে ?

Posted by - October 12, 2022 0
নন্দীগ্রামের (Nandigram) ইতিহাস তুলে ধরে মমতাকে (Mamata Banerjee) আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তাঁকে জবাব দিতে মৌনতা…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *