সারা দেশ বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। যার জেরে বিভিন্ন সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এক সপ্তাহের মধ্যে বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। কেন্দ্রীয় সরকারের মতো এবার করোনা রুখতে উদ্যোগী হল রাজ্য সরকারও।
জানা গিয়েছে, কোভিড পজিটিভ হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন ৪৮ বছরের ওই ব্যক্তি। কিন্তু দিন কতকের মধ্যে প্রাণ গেল তার। কিন্তু স্বাস্থ্য দফতরের দাবি, করোনার কারণে মৃত্যু হয়নি ওই ব্যক্তির। মৃতের চিকিৎসা সংক্রান্ত সকল নথি বিশ্লেষণ করে তারা জানিয়েছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হলেও, তার মৃত্যুর কারণ করোনা নয়। বরং তার শরীরে থাকা আরও অন্যান্য অসুখের কারণেই চিকিৎসা গ্রহণ করতে পারেননি তিনি। ফলত প্রাণ হারিয়েছেন তিনি।
দেশে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমসহ তাবড় স্বাস্থ্যকর্তারা। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, সংক্রমণ বাড়লে প্রস্তুত আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা।
এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, করোনা আবার হচ্ছে। যদিও দেশের জনসংখ্যার তুলনায় তা নগন্য। ভয় পাবেন না, সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা কোমর্বিডিটিতে আক্রন্ত তারা চিকিৎসা করান। এখনই এটা প্যানডেমিক হওয়ার সম্ভাবনা নেই বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বলে আমার কাছে খবর আছে। তবে আক্রান্তদের জন্য যা যা প্রয়োজন তা হাসপাতালগুলিতে মজুত আছে। যাদের প্রয়োজন হবে তারা সরকারি হাসপাতালে এলে সব রকম সাহায্য পাবেন।







