প্রকাশ্যে মারধর মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীকে, অভিযোগের নিশানা বিজেপির দিকে

24 0

 

ভর সন্ধ্যায় প্রকাশ্য বাজারে আক্রান্ত রাজ্যের এক মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনবাবু। মন্ত্রীর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পালটা বিজেপির দাবি, তৃণমূল-বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত হয়েছেন ওই মন্ত্রীর স্বামী।

এই ঘটনায় রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘বিজেপির ঔদ্ধত্য এবার সীমাহীন। প্রকাশ্যে খাতড়া শহরে বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে।’

জানা যাচ্ছে, শুক্রবার শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে মুদি সামগ্রী কিনতে গিয়েছিলেন তুহিনবাবু। সেখানে তাকে ব্যাপক মারধর হয়। এই মারধরের ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। তুহিনবাবু জানান, লাঠিধারী ১৫ – ১৬ জন বিজেপি কর্মী তার ওপর আক্রমণ করে। তাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিজনরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। জ্যোৎস্না মান্ডি বলেন, ‘আমার স্বামী রাজনীতির সাতে পাঁচে নেই, ওর ওপর কেন আক্রমণ হবে? বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।’

এই ঘটনায় অভিযুক্তদের শনিবার খাতড়া আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি করে, শুক্রবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলি গুন্ডারা হামলা চালায়। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RAF। সেই গণ্ডগোলের মধ্যে পড়ে আহত হন তুহিনবাবু। তার আক্রান্ত হওয়ার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি কর্মীরা তাকে আক্রমণ করেননি।

Related Post

এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট এরই মধ্যে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রাণ হারালেন এক কংগ্রেস কর্মী

Posted by - June 10, 2023 0
এগিয়ে আসছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। আর পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজ্য রাজনীতি। ভোটের দিন ঘোষণা হতে…

এসএসসি মামলা থেকে সরছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Posted by - June 4, 2022 0
পর পর ঐতিহাসিক রায়দানে চাকরিপ্রার্থীদের মনে অনেকটাই আশার আলো জ্বালিয়েছিলেন তিনি। আলোচনার শীর্ষে তিনি এখন। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস…

সোশ্যাল মিডিয়ায় আসক্ত পুলিশেরা, নির্দেশিকা জারি লালবাজারের

Posted by - December 26, 2024 0
সাধারন জনগনের পাশাপাশি পুলিশকর্মীরা আসক্ত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এনিয়ে অভিযোগ উঠছে বারবার। শুধু কলকাতা পুলিশ নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশও…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *