ভর সন্ধ্যায় প্রকাশ্য বাজারে আক্রান্ত রাজ্যের এক মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিনবাবু। মন্ত্রীর দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পালটা বিজেপির দাবি, তৃণমূল-বিজেপি সংঘর্ষের মধ্যে পড়ে আক্রান্ত হয়েছেন ওই মন্ত্রীর স্বামী।
এই ঘটনায় রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘বিজেপির ঔদ্ধত্য এবার সীমাহীন। প্রকাশ্যে খাতড়া শহরে বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে।’
জানা যাচ্ছে, শুক্রবার শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে মুদি সামগ্রী কিনতে গিয়েছিলেন তুহিনবাবু। সেখানে তাকে ব্যাপক মারধর হয়। এই মারধরের ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। তুহিনবাবু জানান, লাঠিধারী ১৫ – ১৬ জন বিজেপি কর্মী তার ওপর আক্রমণ করে। তাকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিজনরা। প্রাথমিক চিকিৎসার পর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। জ্যোৎস্না মান্ডি বলেন, ‘আমার স্বামী রাজনীতির সাতে পাঁচে নেই, ওর ওপর কেন আক্রমণ হবে? বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে।’
এই ঘটনায় অভিযুক্তদের শনিবার খাতড়া আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি করে, শুক্রবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলি গুন্ডারা হামলা চালায়। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RAF। সেই গণ্ডগোলের মধ্যে পড়ে আহত হন তুহিনবাবু। তার আক্রান্ত হওয়ার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি কর্মীরা তাকে আক্রমণ করেননি।







