বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় রামনবমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মিছিল: দেখে নিন কিছু মুহূর্ত

94 0

কোভিডের কারণে গত দুই বছর রামনবমীর মিছিল বন্ধ থাকলেও এই বছর রাজ্য সরকার কোভিডবিধি তুলে নেওয়ার পর এদিন বিশাল মিছিল বের হয়।বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন । রামনবমীর এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ ছিল জেলা প্রশাসন ।

 

 

শুধু কলকাতায় নয়, বাংলার সব ক’টি জেলাতেই বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই গেরুয়া সংগঠনের তরফে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে । জেলায় জেলায় ব্যানার, হোর্ডিং ও লিফলেটও বিলি শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের তরফে।

বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, এবার রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় এক হাজার শোভাযাত্রা বের হবে। প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে এই কর্মসূচি হবে । কলকাতাতেও একাধিক শোভাযাত্রা বের হবে ।

 

Related Post

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হল ২৫,৭৫৩ জনের চাকরি

Posted by - April 3, 2025 0
এসসি নিয়োগ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ২০১৬ সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। পাশাপাশি…

বাঘের আতঙ্ক দেউলবাড়িতে, তবে খুঁজে পাওয়া যায়নি বাঘটিকে

Posted by - March 30, 2025 0
কুলতলি মৈপীঠের পর এবার দেউলবাড়িতে বাঘের আতঙ্ক। শনিবার রাতেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে গ্রামবাসীরা। এতেই আতঙ্কিত হয়ে পড়েন তারা।…

উদ্ধার ৪০০টি ওএমআর শিট, ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল

Posted by - March 20, 2023 0
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে দাবি করা হল ইডি সূত্রে! সল্টলেকের অফিসে প্রায় ৩৭ ঘন্টা  ম্যারাথন তল্লাশির পর…

‘দিদিমণি উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন’ মমতাকে ব্যাঙ্গ দিলীপের

Posted by - March 11, 2022 0
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গড় উত্তরপ্রদেশ। সেখানেই এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টিও পিছিয়ে নেই। উত্তরপ্রদেশ ছাড়াও দুপুরের পরেই এরাজ্যের বিজেপির দলীয়…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *