কোভিডের কারণে গত দুই বছর রামনবমীর মিছিল বন্ধ থাকলেও এই বছর রাজ্য সরকার কোভিডবিধি তুলে নেওয়ার পর এদিন বিশাল মিছিল বের হয়।বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন । রামনবমীর এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ ছিল জেলা প্রশাসন ।

শুধু কলকাতায় নয়, বাংলার সব ক’টি জেলাতেই বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই গেরুয়া সংগঠনের তরফে। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়েছে । জেলায় জেলায় ব্যানার, হোর্ডিং ও লিফলেটও বিলি শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের তরফে।


বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা শচীন্দ্রনাথ সিংহ জানান, এবার রামনবমীতে রাজ্যজুড়ে প্রায় এক হাজার শোভাযাত্রা বের হবে। প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে এই কর্মসূচি হবে । কলকাতাতেও একাধিক শোভাযাত্রা বের হবে ।








