সপ্তাহান্তে ফের বাতিলের ঘোষনা শিয়ালদহ শাখার বেশকিছু ট্রেনের। ট্রেন বাতিলের পাশাপাশি বদল ঘটানো হয়েছেকয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও। এই যাত্রাপথের সময় বদলের মধ্যে বেশিরভাগই শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহান্তে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে সাধারণ যাত্রীদের।
জানা যাচ্ছে, টানা আড়াই দিন বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। পাশাপাশি, অনিয়মিতভাবে চলবে বেশকিছু ট্রেন। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা।পূর্ব রেল থেকে জানানো হচ্ছে, আগামী শুক্রবার ও শনিবার শিয়ালদা শাখায় ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। মূলত শিয়ালদা-শান্তিপুর লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর অংশে চতুর্থ লাইনের কাজের জন্য শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেজন্য মোট ৪৬টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের সময় পালটানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
জানা গিয়েছে, রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। এর ফলে একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৪৬টি ট্রেন বাতিল থাকবে।







