ফের সপ্তাহান্তে বাতিল বেশকিছু ট্রেন, দুর্ভোগে পড়তে চলেছে নিত্যযাত্রীরা

25 0

 

সপ্তাহান্তে ফের বাতিলের ঘোষনা শিয়ালদহ শাখার বেশকিছু ট্রেনের। ট্রেন বাতিলের পাশাপাশি বদল ঘটানো হয়েছেকয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়েও। এই যাত্রাপথের সময় বদলের মধ্যে বেশিরভাগই শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহান্তে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে সাধারণ যাত্রীদের।

জানা যাচ্ছে, টানা আড়াই দিন বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। পাশাপাশি, অনিয়মিতভাবে চলবে বেশকিছু ট্রেন। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা।পূর্ব রেল থেকে জানানো হচ্ছে, আগামী শুক্রবার ও শনিবার শিয়ালদা শাখায় ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে। মূলত শিয়ালদা-শান্তিপুর লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর অংশে চতুর্থ লাইনের কাজের জন্য শুক্রবার সকাল ১০ টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেজন্য মোট ৪৬টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কয়েকটি ট্রেনের সময় পালটানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

জানা গিয়েছে, রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। এর ফলে একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৪৬টি ট্রেন বাতিল থাকবে।

Related Post

সিবিআই চার্জশিটে রয়েছে অভিষেকের নাম, নেতাজী ইন্ডোরের অনুষ্ঠানে মুখ খুললেন তিনি

Posted by - February 27, 2025 0
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট জমা করেছে। আর তাতে নাম রয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই খবর প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

প্রেসিডেন্সি জেলে নেই এসি, কেমন কাটল প্রাক্তন মন্ত্রীর প্রথম রাত

Posted by - August 6, 2022 0
ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে আপাতত ১৪ দিন জেলে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম শ্রেণির বন্দির মর্যাদা আপাতত দেওয়া হয়নি পার্থকে। সাধারণ বন্দির…

রাজ্যে বাতিল হয়ে গেল ৬৮ লক্ষর ওপর রেশন কার্ড

Posted by - June 27, 2022 0
নিউজ ডেস্ক: সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশের রেশন কার্ড বাতিলের পরিসংখ্যান জানিয়েছে খাদ্য বণ্টন মন্ত্রক। সেই তালিকায় পশ্চিমবঙ্গের…

রেড রোডের ইদের অনুষ্ঠানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অভিষেক – জানুন বিস্তারিত

Posted by - April 22, 2023 0
শনিবার সকাল থেকেই শহরজুড়ে ইদের মেজাজ। এই উপলক্ষেই রেড রোডের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek…

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকায় রামনবমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মিছিল: দেখে নিন কিছু মুহূর্ত

Posted by - April 10, 2022 0
কোভিডের কারণে গত দুই বছর রামনবমীর মিছিল বন্ধ থাকলেও এই বছর রাজ্য সরকার কোভিডবিধি তুলে নেওয়ার পর এদিন বিশাল মিছিল…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *