পুলিশ আধিকারিকের রিভলভার ছিনিয়ে নিজেকে গুলি, ১০ দিন পর মৃত্যু বিভাসের

13 0

 

পুলিশ আধিকারিকের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিজের মাথায় গুলি। এই গুলি চালিয়েছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল বিভাস ঘোষ। এরপরেই ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ কনস্টেবলের পরিবার। এই ঘটনা শোনার পরেই জ্ঞান হারিয়েছেন গর্ভবতী স্ত্রী।

প্রসঙ্গত, গত ২রা জুন এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানার অধীনে ১০ মাইল এলাকায়। দায়িত্বে থাকা এক আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে নিজের মাথায় গুলি চালান ২৭ বছর বয়সি ওই কনস্টেবল। সহকর্মীরা সঙ্গে-সঙ্গে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে।

জানা যাচ্ছে, মানসিক অবসাদের কারণেই মৃত্যু হয়েছে নদিয়ার বিষ্ণুপুরের বাসিন্দা বিভাসের। তবে সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবার। পরিবারের দাবি, কাজের জায়গায় তৈরি হওয়া চাপ ও অশান্তিই হয়তো তাঁকে এই পথে ঠেলে দিয়েছে।

বিভাসের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীদের সূত্রে জানা যাচ্ছে, ছোটবেলায় মায়ের মৃত্যুর পর থেকেই একাকিত্ব গ্রাস করে বসেছিল তাঁকে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর কারও সঙ্গে তেমন মিশতেন না। নবদ্বীপের এক মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসাও চলেছিল। পড়াশোনায় ভালো ছিলেন বিভাস। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করে বায়োসায়েন্সে স্নাতক হন। লক্ষ্য ছিল শিক্ষকতা। বিএড-ও সম্পূর্ণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেন নিয়মিত। শেষপর্যন্ত কনস্টেবল পদে নিয়োগের সুযোগকেই বেছে নিয়েছিলেন তিন বছর আগে।

Related Post

‘মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন’ দাবি তৃণমূলের

Posted by - July 7, 2022 0
দিলীপ ঘোষ ‘বাংলার মেয়ে’ স্লোগানকে কটাক্ষ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে বলেন, ‘বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন গোয়ার…

গুরুতর অসুস্থ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বাদ দেওয়া হতে পারে অনুব্রতর অণ্ডকোষ

Posted by - April 14, 2022 0
গুরুতর অসুস্থ হয়ে SSKM -এর উডবান ওয়ার্ডে ভর্তি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, ফিশচুলার কারণে অনুব্রতর…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *