দুর্ঘটনাও থামিয়ে রাখতে পারেনি পড়াশোনাকে, জেইই মেইন পরীক্ষায় টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মান

Posted by - April 19, 2025

জেইই মেইন পরীক্ষায় টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মান। ফলাফল ৯৯.৯৮৭৫৭ পার্সেন্টাইল। দুর্ঘটনার পর আহত হয়েও থামেনি অর্চিষ্মান। কিন্তু তাতেও হার মানেনি সে। টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মানও জায়গা দখল করে নিয়েছেন। জেইই সেশন ওয়ান পরীক্ষা দিতে ২৬ জানুয়ারি কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন অর্চিষ্মান। তার সঙ্গে ছিলেন তার বাবা-মা। পরীক্ষায় আর বাকি ছিল ৩ দিন। আর সেই ২৬ জানুয়ারি