অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। কখন বৃষ্টির দেখা মিলবে সেটির দিকে তাকিয়ে রয়েছে তারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনোও কোনোও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনও কোনও জেলায়। বৃষ্টিপাত হলেও সেই পরিমাণ খুব কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায়। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে রবিবারের মধ্যে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। দক্ষিনবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেই ১৯ জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বইতে পারে ঝোড়ো দমকা বাতাস। যার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাগুলিততেও ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।







