উইকেন্ডেও কমছে না গরম, কবে ঢুকবে বর্ষা!

22 0

 

অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। কখন বৃষ্টির দেখা মিলবে সেটির দিকে তাকিয়ে রয়েছে তারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনোও কোনোও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনও কোনও জেলায়। বৃষ্টিপাত হলেও সেই পরিমাণ খুব কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায়। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে রবিবারের মধ্যে কিছুটা তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। দক্ষিনবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেই ১৯ জুন পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বইতে পারে ঝোড়ো দমকা বাতাস। যার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাগুলিততেও ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে।

Related Post

দক্ষিনবঙ্গে বৃষ্টিপাত হলেও ঢোকেনি বর্ষা, উত্তরবঙ্গের কোন কোন জেলায় চলছে বর্ষার বৃষ্টি!

Posted by - June 6, 2025 0
উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিনবঙ্গে এখনও ঢোকেনি বর্ষা। কিন্তু গত দুই দিন ধরে কলকাতা সহ দক্ষিনবঙ্গে মাঝে-মাঝেই চলছে হালকা থেকে মাঝারি…

দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরবঙ্গে! লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Posted by - July 4, 2023 0
বর্ষা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে উত্তরবঙ্গে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণ উত্তরের একাধিক জেলায়। এবার লাল সতর্কতা জারি হল…

আজ প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ! জানুন বিস্তারিত

Posted by - July 8, 2023 0
আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে।শনিবার পঞ্চায়েত ভোট। বিগত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের…

রাজ্যে শুরু বর্ষা, রাজ্যের এই ৫ জেলায় কড়া সতর্কতা জারি করল হাওয়া অফিস: আবহাওয়ার খবর

Posted by - June 14, 2023 0
সোমবারই উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সোম, মঙ্গল দুদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। অন্যদিকে, দুদিন…

কবে দক্ষিণবঙ্গে বর্ষা?

Posted by - July 13, 2022 0
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখনো অধরা। কখনও রোদ, আবার কখনও বিক্ষিপ্ত বৃষ্টিতে গরম আরো বেড়েছে। তবে এই বৃষ্টি…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *